লালবাজার অভিযান; সংযত ও ভদ্র অথচ সুতীব্র প্রতিবাদ।



Raj Kumar Mukherjee - sexagenarian. A father, a husband and…
প্রথাগত রাজনৈতিক বিক্ষোভের বিপরীতে, সংযত ও ভদ্র আন্দোলনের মাধ্যমে ডাক্তাররা প্রমাণ করেছেন যে হিংসা ছাড়াও মানুষের সমর্থন পাওয়া সম্ভব। লালবাজার অভিযান দেখিয়ে দিলো যে ভয়কে জয় করার সাহসই সবচেয়ে বড় শক্তি।
এক নতুন ধাঁচের লালবাজার অভিযান। সেই কোন কাল থেকে দেখে আসছি ‘মহাকরণ অভিযান’, ‘লালবাজার অভিযান’ – হালে ‘নবান্ন অভিযান’। কিন্তু সেই চিত্রের সঙ্গে ডাক্তারদের নবান্ন অভিযানের চরিত্র মিললো না।
অভিযান মানে প্রবল বিক্রমে ব্যারিকেড ধরে ঝাঁকানি, চোখ পাকিয়ে, আঙুল নাচিয়ে, বিশ্রীভাবে কথা বলা, ইটপাটকেল ছোঁড়া, গাড়ি-বাস ভাঙচুর, আগুন লাগানো, হাতের কাছে যদি কোন পুলিশকে একলা পেয়েছে – মারো তাকে। পুলিশ রে রে করে লাঠি উঁচিয়ে তেড়ে আসবে, কাঁদানে গ্যাসের শেল ফাটবে, গুলি চলবে দু-দশটা লাশ পড়বে। সন্ধ্যেবেলা টিভি চ্যানেলে সাজুগুজু করে তথাকথিত রাজনৈতিক দাদা দিদিরা আলোচনার নামে কলতলার ঝগড়া চালিয়ে মানুষকে বোকা বানানোর আপ্রাণ চেষ্টা এবং তাঁদের দল যে জনগণের কতটা উপকার করছেন তা বোঝাতে চাইবেন।
যে ছাত্র বা ছাত্রীটি স্কুল বা কলেজ জীবনে যতদিন পড়াশোনা ও খেলাধুলা নিয়ে থাকে, ততদিন তার স্বভাব, মন – যুক্তি দিয়ে সব বোঝার চেষ্টা করে। রাজনীতির আঁশ গায়ে চড়লে, তখন তার সত্ত্বা অন্য কথা বলে।
সঠিক এবং নিঃস্বার্থ আন্দোলন করলে মানুষ কে পাশে পাওয়া যায়। গান গেয়ে, সংহত থেকে, ভদ্র আন্দোলন করলে নিজের শক্তি প্রদর্শন করতে হয় না। মাতব্বর না হয়ে, কু-কথা না বলে, হিংসা পরিত্যাগ করে, অবস্থান শেষে অবস্থান স্থল ঝাঁট দিয়ে পরিস্কার করেও যে আন্দোলন করা যায়, জনগণকে পাশে পাওয়া যায় – ডাক্তারদের আন্দোলন তার জ্বলন্ত উদাহরণ।
দাদা দিদিরা আর কবে শিখবেন? মানুষ কে বোকা ভাবার দিন শেষ। পুরানো পরিসংখ্যান দিয়ে বর্তমান কে ঢাকা যায় না। আপনারা, যাদের মেরুদন্ড নেই ভাবেন – তারা সব বোঝে। এই কথাটাই আপনারা এখনও বুঝে উঠতে পারেন নি।
পৃথিবীতে সবচাইতে মারাত্মক ছোঁয়াচে অসুখটার নাম ‘ভয়’। কিন্তু তার চাইতে বড় এবং বিরল ছোঁয়াচে অসুখ ‘সাহস’। সেই ‘সাহস’ নামক ছোঁয়াচে অসুখটা জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে। তার ঢেউ আছড়ে পড়েছে শহর থেকে গ্রামে, শিশু থেকে বৃদ্ধ, সাধারণ থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন – সবার মাঝে। দেশের সব নির্ভয়া, অভয়া, তিলোত্তমাদের জন্য এক আওয়াজ।
“আমার তোমার এক স্বর, জাস্টিস ফর আরজিকর।”
What's Your Reaction?

Raj Kumar Mukherjee - sexagenarian. A father, a husband and a son, who has finally let go of excelsheets and PowerPoints and picked up a pen instead. A child at heart, he reminisces his childhood days and wishes that the world was a better place for all of us. An avid reader and storyteller at heart, he is spending his retirement by reading books, experimental cooking (mostly failures!) and writing.