Now Reading
পড়াশুনার মানে জাতীয় স্বীকৃতি এপিক পাবলিক স্কুলের

পড়াশুনার মানে জাতীয় স্বীকৃতি এপিক পাবলিক স্কুলের

Avatar photo
এপিক

Digital Survey for National Curriculum (DiSaNC)-এর সাম্প্রতিক সমীক্ষায় এপিক পাবলিক স্কুল কোচবিহার শিক্ষাগত মান ও শিক্ষাদানের অনন্য পদ্ধতির স্বীকৃতি পেয়েছে ।

সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, কোচবিহারের এপিক পাবলিক স্কুল জাতীয় শিক্ষা নীতি মেনে তাদের সিলেবাস তৈরি করেছে যা তাদের স্কুলের বাচ্চাদের বোর্ড রেজাল্ট, আইআইটি (IIT) এবং অনন্য জাতীয় স্তরের পরীক্ষা গুলোতে খুব সহজেই সাফল্য এনে দেবে।

সম্প্রতি Digital Survey for National Curriculum (DiSaNC) নামক সংস্থা উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে একটি সমীক্ষা পরিচালনা করে। তাদের রিপোর্ট অনুযায়ী, এপিক পাবলিক স্কুল এমন একটি প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পদ্ধতি শুধু পাঠ্যক্রম অনুসরণেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছে। বিশেষ করে, সিবিএসই (CBSE)-এর নির্ধারিত মানদণ্ড ও শিক্ষাগত দৃষ্টিভঙ্গির সঙ্গে এই স্কুলটির পদ্ধতি সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ।

এই স্কুলে পড়ুয়াদের একাডেমিক সাফল্যের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও প্রস্তুত করা হয়।

বর্তমান সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেইই (JEE), নীট (NEET) বা অন্যান্য জাতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হওয়ার জন্য শুরু থেকেই সঠিক প্রস্তুতি জরুরি। এপিক পাবলিক স্কুল এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য তৈরি করছে।

শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা এবং ছাত্রদের প্রতি মনোযোগী মনোভাব এই স্কুলকে অন্যান্য স্কুল থেকে আলাদা করেছে। বিদ্যালয়টির বিশেষ বৈশিষ্ট্য হলো একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক শিক্ষা এবং ব্যক্তিত্ব বিকাশের প্রতি সমান গুরুত্ব দেওয়া।

পড়াশোনার পাশাপাশি সহ-পাঠক্রমিক কার্যক্রম, যেমন বিজ্ঞান প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও ছাত্রদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

See Also

DiSaNC-এর রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, এপিক পাবলিক স্কুলের পড়াশোনার পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মধ্যে একটি ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। এখানে শিক্ষার্থীদের প্রতি ব্যক্তিগত মনোযোগ প্রদান করা হয়, যাতে প্রতিটি ছাত্র-ছাত্রী তাদের দুর্বলতা কাটিয়ে উঠে সফলতার পথে এগিয়ে যেতে পারে।

সর্বোপরি, এপিক পাবলিক স্কুল কোচবিহার শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে ছাত্রদের বহুমুখী বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে। Digital Survey for National Curriculum-এর এই স্বীকৃতি স্কুলটির প্রতি আস্থা এবং সুনামের আরেকটি প্রমাণ।

What's Your Reaction?
Excited
3
Happy
3
In Love
2
Not Sure
1
Silly
1
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.


Scroll To Top