ডাঃ কিন্জল নন্দা রাজনৈতিক দলের নিশানায়
সম্প্রতি ডাঃ কিন্জল নন্দাকে রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ করা হচ্ছে, কারণ তিনি ডাক্তারদের প্রতিবাদে রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিহত করেছেন। ডা. ত্রিনেশ মণ্ডল এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে একটি চিঠিতে তার মতামত প্রকাশ করেছেন।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ডাঃ কিন্জল নন্দাকে একটি রাজনৈতিক দল লক্ষ্য করে আক্রমণ করছে, কারণ তিনি ডাক্তারদের প্রতিবাদে রাজনৈতিক রং লাগাতে দেননি। এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে, এবং এই পরিস্থিতি নিয়ে আমাদের কাছে একটি পাঠকের চিঠি এসেছে। চিঠিটি লিখেছেন ডা. ত্রিনেশ মণ্ডল, যিনি এই রাজনৈতিক আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা পাঠকদের উদ্দেশ্যে চিঠিটি হুবহু প্রকাশ করছি।
ড. ত্রিনেশ মণ্ডলের চিঠি
গত কয়েক দিন ধরে CPIM তথা বামফ্রন্টের কর্মী সমর্থকরা যেভাবে ডাঃ কিন্জল নন্দা দাকে ব্যক্তি আক্রমণ করে যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগের।
2014 তে আমার SSKM এ MBBS পড়তে আসা। কলেজে পড়তে আসার পর জুনিয়র দের ইন্ট্রো (যা ragging এর নামান্তর) নেওয়া আটকানো বা ফেস্টের নাম করে মোটা টাকা তোলার প্রতিবাদ করার জন্য বার বার TMCP এর আক্রমণের স্বীকার হয়েছি, প্রাণে মারার হুমকি পেয়েছি, কলেজ অথরিটির সামনে মারও খেয়েছি।
তবে আমি সিপিআইএম বা তাদের ছাত্র সংগঠনের কলেজ গুলো তে দাদাগিরি দেখিনি। সিনিয়র দের থেকে শুনেছি তাদের সময়ে (2011 এর আগে) মেডিকেল কলেজ গুলোতে যে threat culture চলতো তা আজকের চেয়ে কোনো অংশে কম নয়।
আপনারা জানেন গত দুই মাসের বেশি সময় ধরে R G Kar Medical college and hospital এর নৃশংস ঘটনার প্রতিবাদে সম্মিলিত আন্দোলন চলছে। শুধু ডাক্তাররা নন সমাজের সর্ব স্তরের মানুষ এই গণআন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। তার একটাই কারণ আমাদের প্রধান দাবি ছিলো অভয়ার ন্যায়বিচার আর সমাজের কোথাও যাতে আর একবার অভয়ার মত ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা। এই দাবিকে সামনে রেখে রাজনৈতিক দখলদারি ছাড়া যারাই এই আন্দোলনে আসতে চেয়েছে সম্মিলিত আন্দোলনে আমরা তাদের সবাইকে স্বাগত জানিয়েছি আর ভবিষ্যতেও জানাবো।
কিন্তু CPIM এর নেতৃত্ব যখন 11 ই অক্টোবর ধর্মতলাতে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে এসে উপস্থিত হয়। কিন্জল দা তাদেরকে সেখানে থেকে চলে যেতে বলে আর ভবিষ্যতেও আসতে বারণ করে। যা একে বারে যথার্থ বলে আমি মনে করি। কিন্তু তারপর থেকে যেভাবে সিপিআইএম এর কর্মী সমর্থকরা যেভাবে কিন্জল দা কে ব্যাক্তিগত আক্রমন করে যাচ্ছে, তাতে সহজে অনুমান করা যায় ক্ষমতায় না থাকা অবস্থায় এদের এত দাঁত নখ যদি বেরোয় তবে ক্ষমতায় থাকা অবস্থায় এরা কি করতো। পাশে আছি কিন্জল দা । শক্ত থাকো এখনও অনেক লড়াই বাকি।
দখলদারির রাজনীতি দূর হটো।
ডা. ত্রিনেশ মণ্ডল
Opinions expressed are of Dr. Trinesh Mondal and East India Story is not responsible for his views.