Now Reading
ন্যায়বিচারের পথে কলকাতা জেগেছে

ন্যায়বিচারের পথে কলকাতা জেগেছে

Avatar photo
ন্যায়বিচারের

নিয়তির খেলা কি কখনও থামবে? আমাদের শহর আজ এক অস্থির সময় পার করছে, যেখানে ন্যায়বিচারের আলো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।তাই সবাই বোলো জাস্টিস ফর আর জি কর।

নিয়তির খেলা কি কখনও থামবে? আমাদের প্রিয় শহর আজ এক অস্থির সময় পার করছে, যেখানে ন্যায়বিচারের আলো খুঁজে পেতে আমরা বারবার ভেঙে পড়ছি। শিক্ষাদিবস, ৫ই সেপ্টেম্বর, সেই দিনটি যখন শিক্ষকরা তাদের ছাত্রদের সাফল্যের জন্য আশীর্বাদ করেন, আর ছাত্ররা শিক্ষকদের ধন্যবাদ জানায়, যে দিনটি লক্ষ লক্ষ শিক্ষার্থী আর শিক্ষক একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার অনুভূতি ভাগ করে নেয়, সেই দিনটিই আজ একটি ভয়াবহ ঘটনার স্মৃতিকে সামনে আনছে। আমাদের বোন, দ্বিতীয় বর্ষের এক মেধাবী পিজি ডাক্তার, যার শিক্ষকেরা হয়তো তার সাফল্যে গর্ব করতেন, আজ আর বেঁচে নেই। একদল নরপিশাচ তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে। ২৪ দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় দেওয়া হয়নি। প্রাক্তন অধ্যক্ষ, যাকে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছিল, তাকে আর্থিক অনিয়মের জন্য গ্রেফতার করা হয়েছে।

এমন একটি সময়ে, যখন প্রতিদিন আমরা গণতন্ত্রের আরেকটি স্তম্ভকে ভেঙে পড়তে দেখছি, আমরা প্রতিজ্ঞা করেছি যে এই যুদ্ধ আমরা শেষ পর্যন্ত মাটিতে থেকে লড়ব। ধর্ম, বর্ণ, বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে, আমরা, সাধারণ মানুষ, রাস্তায় থাকব। আমাদের চোখ থাকবে সিবিআই এবং সুপ্রিম কোর্টের ওপর।

শিক্ষাদিবসের আগের রাতে, শহরের বিভিন্ন প্রান্তে, আমরা আলো নিভিয়ে, মোমবাতি হাতে ন্যায়ের পথ দেখাতে রাস্তায় নেমেছি। শ্যামবাজার, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড, বিশ্বাসবাংলা গেট, লেক গার্ডেনস, কলেজ স্ট্রিট, সল্টলেক, রুবি মোড়, এবং শহরের আরও বহু জায়গায় মানুষ রাতভর জেগে আছে। আমাদের লক্ষ্য একটাই—ন্যায়বিচার। সমস্ত আলো নিভে যাক, কিন্তু আমাদের মোমবাতির আলো যেন সেই ন্যায়ের পথকে আলোকিত করে। আমরা অপেক্ষায় আছি, আমাদের চোখ থাকবে শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপর।

See Also
The Grand Samara

#AllEyesOnSupremeCourt

What's Your Reaction?
Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.


Scroll To Top