Now Reading
মুখোশের আড়ালে

মুখোশের আড়ালে

Avatar photo
মুখোশের

সোমা শীলের “মুখোশের আড়ালে” কবিতায় সমাজের মিথ্যা ও সত্যের সংঘাতকে তুলে ধরা হয়েছে। মিথ্যার আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা এবং মানুষের বিশ্বাসের ভঙ্গুরতা নিয়ে কবিতাটি এক গভীর প্রতিবিম্ব তৈরি করেছে। এই কবিতায় চরিত্র ও সমাজের বিভিন্ন স্তরের প্রতারণা এবং সত্যের অনুসন্ধান ফুটে উঠেছে।

১১-১০-২৪ তারিখের এই কবিতায় সোমাশীল এক গভীর বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন—মিথ্যার আড়ালে সত্যের গোপনতা। ‘মুখোশের আড়ালে’ শিরোনামের কবিতায়, একজন অজানা মানুষের পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়; কখনো সে সাগ্নিক, কখনো আনিস। সমাজের প্রতিটি স্তরে যে মিথ্যার খেলা, তারই প্রতিফলন এখানে দেখা যায়—জুনিয়র ডাক্তার থেকে শুরু করে পোস্টমর্টেমের রিপোর্ট পর্যন্ত, সবকিছু যেন মিথ্যার চাদরে ঢাকা। সত্যের সন্ধানে বেরিয়ে পড়লেও, মুখোশের আড়ালে চাপা পড়ে থাকে বিশ্বাস। “আমরা কি জানি?”—এই প্রশ্নের মাধ্যমে কবি আমাদের সামনে তুলে ধরেছেন মানবতার সংকট, যেখানে সত্য ও মিথ্যার মধ্যে ফারাক বুঝতে ব্যর্থ হচ্ছি আমরা।

 

“মুখোশের আড়ালে”

মুখোশ পরে এল সে, নাম কি তার জানা?

একবার সাগ্নিক, আবার আনিস, কোথায় তার ঠিকানা?

জুনিয়র ডাক্তার, সই দিয়ে বলে,

“আমরা কি জানি? সত্য কি ভুলে?”

পোস্টমর্টেমে লেখা, “আমরা সন্তুষ্ট,”

কিন্তু সত্যের খোঁজে মেলে না কিছু বিশ্বাস।

সাদা কাগজে সই পড়ে সহজে,

দায় কি তবে শুধুই কথার ভ্রান্তিতে?

ত্রিধারায় যারা পথ ধরে,

তাদের কি আছে কোনো সঠিক উত্তর?

জামিনের উৎসবে কান্নার বন্যা,

তবু কীসের জন্য এতো দ্বন্দ্ব-যন্ত্রণা?

সাগ্নিক বলে পরিচয় দেয়,

আনিস নামে পরে বেরিয়ে যায়।

জুনিয়র ডাক্তার, চোখের জল ঢেলে,

কি খুঁজছে তারা মিথ্যার ফাঁকে?

“আমরা কি জানি?” বলেই মুক্তি,

কথায় ফাঁকা থাকে কি দায়বদ্ধতা?

সত্য যদি ভেসে ওঠে কখনো,

তবে কি মুখোশ ভাঙবে সময়মতো?

আনিসের নামে সই পড়ে বেল বন্ডে,

মানুষের বিশ্বাস কি শুধু কাগজের গন্ডিতে?

দায় এড়ানো কি এতোই সহজ,

যখন অন্য কেউ ভোগে শাস্তি অসহজ?

ত্রিধারায় গ্রেফতার, কেঁদেছিল যারা,

কাঁদলেও বুঝল না সত্যের আড়া।

যে নামে নাম ছিল ভুলের,

সত্য কি ধরা দেবে সময়ের ফুলে?

অভিযোগের বানে ডুবছে দেশ,

See Also
Mineral

তবু প্রশ্ন নেই, কোথায় সত্যের রেশ?

মুখোশের আড়ালে লুকিয়ে থাকে,

মানুষের বিশ্বাস ভেঙে, মিথ্যা মাখে।

জুনিয়র ডাক্তার, তোমাদের কান্না,

তোমাদের কণ্ঠ কি মিথ্যার জান্না?

সত্যের পথে যদি না চলে,

তবে কান্না কিসের, কোন সৎ বলে?

মিথ্যার ঝড়ে ভাসছে জীবন,

সত্যের জন্য নেই কোনো প্রণয়ন।

আনিসুর সই, সাগ্নিকের মুখ,

এই কি তোমাদের বিচার পাওয়ার সুখ?

ত্রিধারার মঞ্চে নীরবতা খেলে,

মুখোশের নিচে সত্য কবে বেরোবে?

এই ঝড় থামবে কি কোনোদিন?

নাকি মিথ্যার কাছে সত্য হার মানবে বিন্দুমাত্র বিন?

What's Your Reaction?
Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.


Scroll To Top