Nazrul Geeti “Sakhi Aami Na Hoy Maan Korechhinu” by Oli Sen
The cultural richness of Bengal has been enriched by various legends. One such legend was Kazi Nazrul Islam, a poet, a musician, and a revolutionary. His impressively large collection of poetry and music includes various themes like religion, spiritualism, and humanity. His works, a collection of 4000 songs know as Nazrul Geeti has the ability to move us and inspire us for now and for the days to come. We share this song as a tribute to Nazrul on the occasion of his birth anniversary which was on 24th of May.
Song : Sokhi Ami na hoy
Composer : Kaji Nazrul Islam
Singer : Oli Sen
সখি আমি-ই না হয়,মান করেছিনু,
আমি-ই না হয়,মান করেছিনু,
তোরা তো সকলে,ছিলি-সখি,
আমি-ই না হয়,মান করেছিনু,
তোরা তো সকলে,ছিলি-,
ফিরে গেল হরি,তোরা পায়ে ধরি,
কেন নাহি,ফিরাইলি-,
ফিরে গেল হরি,তোরা পায়ে ধরি,
কেন নাহি,ফিরাইলি-,
সখি,আমি-ই না হয়,মান করেছিনু।
তারে,ফিরায়ে যে,পায়ে ধরি,
তা’র পায়ে পায়ে,ফেরেন হরি,
তারে ফিরায়ে যে,পায়ে ধরি,
তা’র পায়ে পায়ে,ফেরেন হরি,
পরিহরি মান-,পরিহরি মান,
অভিমান তারে,কেন নাহি,ফিরাইলি-সখি,
আমি-ই না হয়,মান করেছিনু।
তোরা তো হরির,স্বভাব জানিস,
তা’র স্বভাবের চেয়ে,পরভাব বেশি-,
তোরা তো হরির,স্বভাব জানিস-,..
তা’র স্বভাব জেনেও,রহিলি স্ব-ভাবে,
ডাকিলি না পরবোধে-,
ডাকিলি না,পরবোধে-,..
তোদের,পরম-পুরুষ,পরবোধ হ’ল,
ডাকিলি না,পরবোধে-,
তোদের,পরম-পুরুষ,পরবোধ হ’ল,
ডাকিলি না,পরবোধে-,ডাকিলি না,পরবোধে-,
ডাকিলি না,পরবোধে-,..
তারে,প্রবোধ কেন দিলি নে সই প্রবোধ,
কেন দিলি নে সই,..
তোরা তো,চিনিস হরিরে প্রবোধ কেন,
দিলি নে সই,
তোরা তো,চিনিস হরিরে প্রবোধ,
কেন দিলি নে সই,
ডাকিলি না,পরবোধে-,ডাকিলি না,পরবোধে-,..
হরি,প্রহরী হইয়া-,প্রহরী হইয়া,
রহিত রাধার,ঈষৎ অনুরোধে-,
হরি প্রহরী হইয়া-,
রহিত রাধার,ঈষৎ অনুরোধে-,.
তা’রে অনুরোধ কেন,করলি নে সই,..
তোরা যে রাধার,অনুবর্তীণী,
অনুরোধ কেন করলি নে সই,
তোরা যে রাধার,অনুরাধা,
অনুরোধ কেন,করলি নে সই,
ডাকিলি না পরবোধে-,ডাকিলি না,পরবোধে-,
ডাকিলি না,পরবোধে-,